শ্রীমঙ্গল পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন ‘‘থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভা সমূহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন (২য় পর্ব) প্রকল্প’’ ও পৌরসভার মধ্যে প্রায় ১৫ কোটি টাকার ১টি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া ও মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন এ চুক্তি স্বাক্ষর করেন। এ প্রকল্পের অধীনে অত্র পৌর এলাকায় আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ওভারহেড ট্যাংকী স্থাপন। গভীর নলকুপ স্থাপন, পাইপ লাইন স্থাপন এবং আধুনিক গণশৌচাগার স্থাপন করা হবে। চুক্তিস্বাক্ষরের পর মেয়র মোঃ মহসিন মিয়া বলেন, প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে পৌরবাসী আয়রনমুক্ত বিশুদ্ধ পানির সুবিধাসহ পানি সরবরাহের আওতা বৃদ্ধি পাবে। এসময় পৌর কর্মকর্তাসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্
বৃক্ষরোপন কর্মসূচী পালন
