Cultural Exchange Program
মাননীয় মেয়র জনাব মোঃ মহসিন মিয়া গত ০৭/০৭/২০১৯ খ্রিঃ তারিখে দক্ষিন কোরিয়া থেকে Park Seung Ghyun, Director, Daham Volunteer Organization ও Yang Su Hyeon, Director, Hope Bridge এর নেতৃত্বে আগত ২২ জনের প্রতিনিধি দলকে শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে সাদর সম্ভাষন জানান। তারা ঐ দিন বাংলাদেশের একমাত্র চা গবেষনা কেন্দ্র ’’বাংলাদেশ টি রিসার্চ ইনষ্টিটিউট (বিটিআরআই)’’ ও মনিপুরী হস্তশিল্প মার্কেট Visit করেন। অতঃপর গত ০৮/০৭/২০১৯ খ্রিঃ তারিখে উক্ত প্রতিনিধি দল মেয়র মহোদয়, কাউন্সিলরগন ও কর্মকর্তাবৃন্দের সহিত পৌরসভা কার্যালয়ে মত বিনিময় সভা করেন। এই মত বিনিময় সভায় উল্লেখ করা হয় যে, আগামী ডিসেম্বর ২০১৯ খ্রিঃ এর মধ্যে উল্লেখিত প্রতিষ্ঠান দু’টির গুরুত্বপূর্ন প্রতিনিধি দল শ্রীমঙ্গল পৌরসভায় আসবেন এবং কিশোরী ক্লাব, শ্রীমঙ্গল পৌরসভা, বাংলাদেশ ও দক্ষিন কোরিয়ার মধ্যে কিভাবে Cultural Exchange করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করবেন। সর্বশেষে শ্রীমঙ্গল পৌরসভার কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান Cultural Exchange Program দক্ষিন কোরিয়া থেকে আগত অতিথিবৃন্দ মেয়র মহোদয়, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তাকর্মচারীগন, কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের অভিভাবকগনের সাথে উপভোগ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্
বৃক্ষরোপন কর্মসূচী পালন
