মেয়র সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে সহায়তা করার জন্য জেণ্ডার কমিটির সদস্য সচিবকে নিয়োজিত করবেন, যিনি নারী কাউন্সিলরের নেতৃত্বে উঠান বৈঠক,র্ যালী, ইত্যাদি কাজগুলোতে সহায়তা করবে।
জেণ্ডার কমিটি নিয়মিতভাবে খানা বা পরিবার পরিদর্শনের একটি পরিকল্পনা তৈরী করবে এবং সেই অনুযায়ী কমিটির সদস্যরা সামাজিক এবং পরিবেশ বিষয় সচেতনা বৃদ্ধির জন্য খানা বা পরিবার পরিদর্শন করবে। যেমন,
- গৃহবধূ অথবা পরিবারের বয়স্ক নারীকে পৌরকর পরিশোধের তাৎপর্য বিষয়ে উদ্বুদ্ধ করা।
- সুন্দর স্বাস্থ্য এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য প্রচারণা চালানো।
- অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা ও পরামর্শ দেয়া।
-
সামাজিক ও পরিবেশগত বিষয়ে জেণ্ডার কমিটির্ যালী ও উঠান বৈঠকের একটি বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করবে এবং নিম্নলিখিত পদক্ষেপ সম ূহ অনুসরণ করে এসকল কর্মকান্ডের ধারাবাহিক আয়োজন করবে।
উঠান বৈঠকের জন্য অনুসরণীয় পদক্ষেপ সম ূহ :
WLCC এর সহায়তায় নারী ওয়ার্ড কাউন্সিলরগণ তাদের আওতাধীন তিনটি ওয়ার্ডে উঠান বৈঠক পরিচালনা করবে।
প্রতি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ত্রৈমাসিক ১টি উঠান বৈঠক অনুষ্টিত হবে।
পৌরসভা উঠান বৈঠকের জন্য বাজেট বরাদ্দ করবে।
মহিলা ওয়ার্ড কাউন্সিলর সভা পরিচালনা করবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর এতে সহায়তা করবে।
উঠান বৈঠক এক থেকে দেড় ঘন্টা সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
একটি সভায় দুই অথবা ততোধিক বিষয়ে আলোচনা হতে পারে। যেমন কর আদায় - অবকাঠামো উন্নয়ন; কঠিন বর্জ্য ব্যবস্থাপনা - পরিবেশ - স্বাস্থ্য; দারিদ্র বিমোচন কৌশল - জনগণের অংশগ্রহণ; সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া-নারীদের অংশগ্রহণ।
উঠান বৈঠক নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে অনুষ্ঠিত হতে পারে, অথবা প্রয়োজনে উভয় দলের সাথে একই সঙ্গে হতে পারে।
ঁ
মহিলা ওয়ার্ড কাউন্সিলরগণ সকলের সামনে আলোচ্য বিষয়টি তুলে ধরবে এবং এ বিষয়ে সকলকে আলোচনার সুযোগ দিয়ে একটি সিদ্ধান্তে পে ৗঁছাতে সাহায্য করবে।
আলোচনা অবশ্যই আনন্দময় হতে হবে। নারী ওয়ার্ড কাউন্সিলর অন্যান্যদের অভিজ্ঞতা থেকে উদাহরণ এনে তা অনুসরণ করার জন্য অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করবে।
উঠান বৈঠকের কার্যবিবরণী তৈরী করতে হবে এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য WLCC এর মাধ্যমে পৌরপরিষদে উপস্থাপন।
মেয়র ও পুরুষ কাউন্সিলরগণর্ যালী উদ্বোধনের সময় অথবার্ যালীর শেষে জনসমাবেশে উপস্থিত থাকবেন।
নগর পরিচালন উন্নতিকরণ শাখা (UGIS) পরবর্তীতে উঠান বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা তা পরিবীক্ষণ করবে।
র্
যালী অনুষ্ঠানের জন্য অনুসরণীয় পদক্ষেপ সমুহঃ
WLCC এর মাধ্যমে সংশ্লিষ্ট নারী কাউন্সিলরের নেতৃত্বে একটি ওয়ার্ডে বছরে দু'বারর্ যালীর আয়োজন করা হবে।
একটির্ যালি ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসে হতে হবে।
পৌরসভারর্ যালীর জন্য বাজেট বরাদ্দ দিবে।
একটি ওয়ার্ড ভিত্তিকর্ যালী পরিচালনা করার জন্য নারী কাউন্সিলরকে সার্বিক প্রস্তুতি নিতে হবে।
মহিলা কাউন্সিলর সংশ্লিষ্ট তিনটি ওয়ার্ডে আলাদাভাবের্ যালীর আয়োজন করবে এবংর্ যালীতে ৫০% নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।
একটি নির্ধারিত স্থান থেকে নির্দিষ্ট সময়ের্ যালী শুরু হবে এবং দু'তিনটি শাখায় বিভক্ত হয়ে সমগ্র ওয়ার্ড পরিভ্রমণ করবে।র্ যলী শেষে সকলে আবার শুরু করার স্থানে ফিরে আসবে এবং একটি ছোট সভা করার জন্য জমায়েত হবে।
আনুমানিকভাবে সকল অনুশীলন তিন ঘন্টা যাবৎ চলবে (এক ঘন্টা সময় অংশগ্রহণকারী সমবেত হওয়ার জন্য, এক ঘন্টার্ যালীর জন্য, শেষে এক ঘন্টা সমবেত হয়ে সভা করার জন্য)।
এক সপ্তাহ পূর্ব থেকের্ যালী শুরু এবং শেষ করার স্থান,র্ যালীর বার্তা, তারিখ ও সময় জনগণের সামনে প্রচার করতে হবে।
র্
যালীতে লিফলেট ও পোষ্টার ব্যবহার খুবই কার্যকর। জেণ্ডার কমিটি
সভা ওর্ যালীর জন্য বার্তা মনোনয়ন করবে এবং বার্তা সহ ব্যানার, ফেস্টুন, পোস্টার প্রস্তুত করবে।
এগুলো মুদ্রণ, বন্টন ও দেয়ালে নিবদ্ধ করার্ যালী শুরু করার এক সপ্তাহ আগে শেষ করতে হবে। এগুলোর কিছু কিছুর্ যালীতে বন্টন ও প্রদর্শন করা হবে।
এলাকার জনগণকের্ যালীর উপকরণ সমূহ, যেমন পোস্টার তৈরী ও তা দেয়ালে নিবদ্ধ করতে উৎসাহ দিতে হবে।
র্
যালীর প্রতিটি ঘটনা হবে উৎসব মুখর।
লোক সমাগমের জন্যর্ যালীর পূর্বে বাদ্যযন্ত্র বাজানো যেতে পারে।
র্
যালীর প্রতিটি পদক্ষেপের কার্যবিবরণী তৈরী করতে হবে।র্ যালীর বিভিন্ন ছবি তুলে বিষয়বস্তু উল্লেখ করে তা পৌরসভার বুলেটিন বোর্ড এ লাগাতে হবে।
নগর পরিচালন উন্নতি করণ শাখা (UGIS)র্ যালীর সমগ্র প্রক্রিয়া পরিবীক্ষণ করবে।
ওয়ার্ড পর্যায়ে মহিলা ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রতি তিন মাস অন্তর নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে আলোচনা করা হবে কিভাবে পৌরসভার কাজে নারীদের অংশগ্রহণ বাড়ানো যায়, কোন কোন ক্ষেত্রে এটার প্রয়োজন এবং কিভাবে তা সম্ভব হবে।
বড় ধরনের জনসমাগমের মাধ্যমের্ যালী অনুষ্ঠিত হবে, যেখানে বার্তা সমুহ আলোচিত হবে।
মেয়র, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার কর্মীরার্ যালী শুরুর পূর্বে এবং পরে আলোচনার সময় উপস্থিত থাকবেন।
একটি বার্তা দিয়ের্ যালী আয়োজন করলে তা বেশী কার্যকরী হয়। তবে প্রয়োজনে একাধিক বার্তা যা পরস্পরের সাথে সম্পর্কিত তা দিয়েওর্ যালীর আয়োজন করা যেতে পারে।র্ যালীতে ব্যবহৃত বার্তা সমুহ দিয়ে জেণ্ডার কমিটি সম্ভাব্য ক্ষেত্রে লোকগীতি ও পথনাটকের আয়োজন করতে পারে। এই ধরণের আয়োজনর্ যালীর পরিবর্তে হতে পারে।
মেয়র এবং জেণ্ডার কমিটির চেয়ারপার্সন, সকল সভায় নারী নাগরিক ও নারী কাউন্সিলরদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।
মেয়র ও মহিলা কাউন্সিলরগণ পৌরসভার মাসিক সভায় এই ধরনের সচেতনতা কার্যক্রম চলমান রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
|