ক্রমিক নং
|
কর্ম ক্ষেত্র
|
উদ্দেশ্য
|
কর্মকান্ড
|
করণীয়
|
দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি
|
মন্তব্য
|
১
|
প্রাথমিক প্রশাসনিক উদ্যোগ
|
দারিদ্র হ্রাস করণ কর্ম - পরিকল্পনা (PRAP) প্রণযন ও বাস্তবায়ন উপযোগী করে পৌরসভার পরিচালন ব্যবস্থার মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি করা।
|
ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ
|
১। পৌর পরিষদ ও পৌরসভায় কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের দারিদ্র হ্রাসকরন কর্ম - পরিকল্পনার বিষয়ে অবহিতকরণ।
২। নগর সমন্বয় কমিটি ও ওয়ার্ড সমন্বয় কমিটিকে দারিদ্র হ্রাসকরণ কর্ম - পরিকল্পনার বিষয়ে অবহিতকরণ।
৩। দারিদ্র হ্রাসকরণ কর্ম - পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত ষ্টীয়ারিং কমিটিসহ পৌরসভা কর্তৃক দারিদ্র হ্রাসকরণ কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের অবহিতকরণ ও প্রশিক্ষণ প্রদান।
৪। দারিদ্র হ্রাসকরণ কর্ম - পরিকল্পনা (চজঅচ) বাস্তবায়নকালীন সময়ে কমিউনিটি ভিত্তিক সংগঠনের নির্বাহী কমিটিকে অবহিতকরণ ও প্রশিক্ষণ প্রদান।
|
|
|
২
|
দারিদ্র অবস্থা নিরূপন
|
পৌরসভার সীমানার মধ্যে বস্তি ও বস্তিবহির্ভূত এলাকার দরিদ্র পরিবার চিহ্নিত করা।
|
১। দরিদ্র এলাকা চিহ্নিতকরণ।
২। দরিদ্রতার শ্রেনী বিন্যাস করা।
|
১। পৌরসভা এলাকায় বস্তির সংজ্ঞা নির্ধারণ পূর্বক বস্তি চিহ্নিতকরণ।
২। বস্তি বহির্ভূত এলাকার ক্লাষ্টার সংজ্ঞায়িত করে তা চিহ্নিতকরণ।
৩। পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (PRAP) গাইড লাইনে বর্ণিত দারিদ্র নিরূপণ ও কৌশল প্রণয়ন নির্দেশনা (সংযোজনী - ২) অনুসরণ করে বস্তি ও ক্লাষ্টার চিহ্নিত করণসহ দারিদ্র নিরসন কৌশল নিরূপন।
৪। বস্তি বহির্ভূত এলাকার পারিবারিক জরিপ সম্পন্ন করে কমিউনিটির মাধ্যমে দরিদ্র চিহ্নিতকরণ।
৫। দরিদ্র পরিবারকে দরিদ্র ও হতদরিদ্র হিসাবে শ্রেনী বিন্যাস করা।
৬। পৌরসভার বেইজ লাইন ডাটাসহ ওয়ার্ড ভিশনিং, পৌরসভা ভিশনিং তথ্য বিশ্লেষণ।
|
বস্তি উন্নয়ন কর্মকর্তা, কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরর্ ।
|
|
৩
|
পৌরসভা পর্যায়ে সাংগঠনিক কাঠামো
|
পৌরসভার সীমানার মধ্যে চিহ্নিত দরিদ্রদের দরিদ্র হ্রাসকরণের জন্য সাংগঠনিক কাঠামো নির্ণয় করা।
|
১। পৌরসভায় স্টিয়ারিং কমিটি গঠন।
২। WLCC, CBO ইত্যাদি কমিটিকেদারিদ্র নিরসনের দায়িত্ব প্রদান।
৩। বস্তি উন্নয়ন কমিটি দরিদ্রদের নিয়ে প্রাথমিক কমিটি ও প্রাথমিক কমিটি সমূহের সমন্বয়ে (Federation) গঠন।
|
১। পৌরসভা পর্যায়ে দরিদ্রদের বিষয়ে দায়িত্ব পালনের জন্য ১১ সদস্য বিশিষ্টস্টিয়ারিং কমিটি গঠন।
২। WLCC - কে ওয়ার্ডের দারিদ্র বিষয়ে দায়িত্ব প্রদান।
৩। বস্তি উন্নয়ন কমিটি (SIC) গঠন।
৪। CBO - কে কমিউনিটিতে দারিদ্র দুরিকরণের বিষয়ে দায়িত্ব প্রদান।
৫। দরিদ্রদের নিয়ে গঠিত প্রাথমিক দল গঠন।
৬। প্রাথমিক দলের নেতৃত্বের সমন্বয়ে পৌরসভা পর্যায়ে ১১ সদস্য বিশিষ্ট দারিদ্র নিরসনে ফেডারেশন গঠন।
|
বস্তি উন্নয়ন কর্মকর্তা, কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর
প্রকল্প মাঠ কর্মী।
|
|
৪
|
দারিদ্রতা দুরিকরণের পদক্ষেপ সমূহ
|
চিহ্নিত দ্ররিদ্রদের দারিদ্রতা নিরসনে বিভিন্ন বাস্তব ধর্মী কর্মকান্ড চিহ্নিতকরন ও বাস্তবায়ন।
|
১। অবহিতকরণ।
২। দক্ষতা উন্নয়ন (Skill Development)।
৩। আয় বৃদ্ধিমূলক ব্যবস্থা গ্রহন।
৪। চাকুরীর ব্যবস্থা করা।
৫। সরাসরি সাহায্য।
৬। কমিউনিটিতে যাকাত তহবিল গঠন।
৭। দারিদ্র নিরসন উপযোগী স্কীম চিহ্নিতকরণ ও বাস্তবায়ন।
৮। দরিদ্রদেও নিয়ে ছোট ছোট উদ্যোক্তা তৈরীকরণ।
৯। অবকাঠামো সুবিধা বৃদ্ধি করা।
|
১। চিহ্নিত দরিদ্রদের জন্য প্রশিক্ষণ ম্যানুয়েল তৈরী পূর্বক অবহিতকরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা।
২। দরিদ্রদের সাথে মতবিনিময় করে তার ভিত্তিতে বিষয় চুড়ান্ত করে জীবন জীবিকার জন্য দক্ষতা বৃদ্ধিও প্রশিক্ষণ ম্যানুয়েল প্রস্তুত পূর্বক প্রশিক্ষণ প্রদান।
৩। আয় বর্ধক প্রশিক্ষণ মডিউল তৈরী ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা।
৪। স্থনীয় ভাবে চাকুরী দাতা প্রতিষ্ঠানের সহিত যোগযোগ ও চাকুরী দাতাদের নিয়ে দ্রারিদ্রতা নিরসনের বিষয়ে অবহিতকরণ পূর্বক চাকুরীদাতাদের প্রতিষ্ঠানে চাকুরীর ব্যবস্থা করা।
৫। পৌরসভা হতে প্রাপ্ত অনুদান ও কোন প্রতিষ্ঠান বা দানশীল ব্যক্তির অনুদান সরাসরি হতদরিদ্রদের প্রদান।
৬। কমিউনিটির লোকদের সচেতন করে যাকাত তহবিল হতে হতদরিদ্রদের সাহায্য প্রদান।
৭। দারিদ্র দুরিকরণ উপযোগী স্কীম চিহ্নিতকরন ও বাস্তবায়ন।
৮। দারিদ্র নিরসনে ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ গ্রহন।
৯। দারিদ্র নিরসনে নিম্ন লিখিত অবকাঠামো গত সুবিধাদি বৃদ্ধি করা।
* রাস্তা
* ড্রেন
* ব্রীজ,কালভার্ট
* কমিউনিটি সেন্টার
* গোরস্থান
* মার্কেট ইত্যাদি
১০। সুদমুক্ত ঋণ ও অনুদান।
১১। বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।
১২। ক্ষুদ্র ও মাঝারী ব্যবসার সুযোগ সৃষ্টি করা।
১৩। স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা নিশ্চিত করা।
১৪। জনগণের নিরাপত্তা প্রদান।
১৫। সেবাদান ক্ষেত্র সমূহে সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করা ও নাগরিক অধিকার চর্চার সুযোগ সৃষ্টি করা।
|
বস্তি উন্নয়ন কর্মকর্তা, কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর
প্রকল্প মাঠ কর্মী।
|
|
৫
|
পরিবীক্ষণ
|
১। দারিদ্র বিষয়ে বিভিন্ন ফরমেট তৈরী পূর্বক পৌরসভার দারিদ্রতা পরিবীক্ষণ।
|
১। দারিদ্র বিষয়ে নির্দিষ্ট ফরমেট তৈরী পূর্বক মাসিক ও ত্রৈমাসিক তথ্য সংগ্রহ।
২। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ।
৩। সরেজমিন পরিদর্শন ও নির্দিষ্ট প্রতিবেদন প্রস্তত।
৪। বিভিন্ন ধরনের তথ্য ষ্টিয়ারিং কমিটিতে উপস্থাপন আলোচনা ও করণীয় নির্ধারণ।
|
|
পৌর ষ্টিয়ারিং কমিটি, বস্তি উন্নয়ন কর্মকর্তা, কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর
পিএমও
|
|
৬
|
মূল্যায়ন
|
১। দারিদ্রতা মূল্যায়ন পূর্বক পরবর্তী করণীয় নির্ধারণ।
|
১। প্রতি ৬ মাস অন্তর দারিদ্রতার বিষয়ে নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ ও মূল্যায়ন রিপোর্ট তৈরী।
২। প্রতি বৎসর দারিদ্রতার বিষয়ে নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ ও মূল্যায়ন রিপোর্ট তৈরী করা।
|
|
পৌর ষ্টিয়ারিং কমিটি, পিএমও
|
|